হাইকোর্ট প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের শিক্ষার্থীরা

New-Project-2-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

আওয়ামী লীগ নিষিদ্ধ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ‘ফ্যাসিবাদের দোসর’ বিচারপতিদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট ঘেরাওয়ে করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা প্রায় ১২টার দিকে মিছিল নিয়ে হাইকোর্টের সামনে উপস্থিত হন শিক্ষার্থীরা। তবে আগে থেকেই হাইকোর্ট গেটসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এর আগে বুধবার সকাল থেকেেই দলে দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশাল মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা। এসসময় ‘দিয়েছি তো রক্ত- আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়- ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই- খুনি হাসিনার ফাঁসি চাই’- ইত্যাদি স্লোগান দিতে শোনা যায় তাদের।

দুপুর পৌনে একটা নাগাদ হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নিয়েছেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারিকুল ইসলামসহ অন্যান্যরা।

Leave a Reply

scroll to top