হলে অবস্থানরত ঢাবি শিক্ষার্থীদের জন্য কমল মেডি এইড-এর ইদ আয়োজন

New-Project-2025-03-28T180336.621.jpg
ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯টি আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য ঈদের দিন বিশেষ ইফতার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন কমল মেডি এইড। বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ঈদের সময় পরিবার-পরিজনের সঙ্গে থাকতে পারছেন না, তাদের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দিতেই এই আয়োজন।

কমল মেডি এইডের এক সংগঠকের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের ইফতার আয়োজন শুধুমাত্র দুঃস্থ বা অসহায় শিক্ষার্থীদের জন্য নয়, বরং হলগুলোতে অবস্থান করা যে কোনো শিক্ষার্থী এতে অংশ নিতে পারবেন। সংগঠনের স্বেচ্ছাসেবকরা ঢাবির বিভিন্ন হলে ঘুরে শিক্ষার্থীদের আমন্ত্রণ জানাচ্ছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মো: আসিফ বলেন, “ঈদের দিন হলে থাকা মানে একপ্রকার একাকিত্ব। তবে এমন একটি আয়োজনে সবাই একসঙ্গে সময় কাটানোর সুযোগ পাব, যা আমাদের আনন্দ দেবে।”

আরেক শিক্ষার্থী শাহনেওয়াজ রশিদ বলেন,”ঈদের দিন পরিবার ছাড়া থাকতে হলেও কমল মেডি এইডের এমন উদ্যোগ আমাদের একাকিত্ব কিছুটা হলেও কমাবে।”

কমল মেডি এইডের এক সংগঠক জানান, “আমাদের লক্ষ্য, ঢাকার বাইরে থেকে আসা বা পরিবারের সঙ্গে ঈদ করতে না পারা শিক্ষার্থীদের মাঝে উৎসবের উষ্ণতা পৌঁছে দেওয়া। ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখব।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ঈদের সময় অনেক শিক্ষার্থী থাকতে বাধ্য হন নানা কারণে। তাদের কথা বিবেচনা করেই কমল মেডি এইড এই বিশেষ আয়োজন করেছে। শিক্ষার্থীরা মনে করছেন, এমন উদ্যোগ ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলবে।

উল্লেখ্য, কমল মেডি এইড নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা, রক্তদান ও দরিদ্রদের সহায়তায় কাজ করে আসছে। তাদের এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে আনন্দ ছড়িয়ে দেবে বলে মনে করছেন অনেকে।

Leave a Reply

scroll to top