হবিগঞ্জে কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু, গুরুতর আহত ২

New-Project-88-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

হবিগঞ্জের বাহুবলে আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে বিস্ফোরণে ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম।

নিহতদের মধ্যে দুই জনের নাম মিজান গাজী ও মাহফুজ। দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে।

বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় চারজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শুনেছি, ওসমানী মেডিকেলে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়েছে। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

scroll to top