বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। গত দুই বছরে সবচেয়ে উচ্চরিত নাম বোধহয় তামিম ইকবাল। বিভিন্ন সিরিজের সময় ঘুরে ফিরে এসেছে একটি নাম।
হঠাৎ রোববার (৩ নভেম্বর) মিরপুরের জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে করতে দেখা গেছে তাকে। জাতীয় ক্রিকেট দলে এই অবস্থায় তাহলে কী তিনি মাঠে ফিরছেন? এমন প্রশ্ন ঘুরছে সবার মনে। নিজের ফেরা প্রসঙ্গে কিছুদিন আগে তামিম বলেছিলেন,‘আমি যাতে ফিরে আসি সবাই বলেছে, তারা আমাকে চায়। তবে আমি ৪-৫ টি ম্যাচের জন্য আসি, সেটা কি বাংলাদেশ দলেকে সাহায্য করবে? যদি একটা পরিকল্পনা থাকে যে তারা আসলে কি অর্জন করতে চায়, তাহলে হয়তো আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব এবং আমরা পরবর্তীতে কথা বলতে পারি’।
তবে ধারণা করা যাচ্ছে জাতীয় দলে ফেরার সম্ভবনা রয়েছে সাবেক এই দেশ সেরা ওপেনারের। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক তিনি। আবারও তার দলকে চ্যাম্পিয়ন করার লক্ষে নিজেকে বাইশ গজে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন।