স্বাস্থ্য সচিবকে প্রাণিসম্পদে বদলি, নতুন সচিব সাইদুর

New-Project-12-5.jpg
নিজস্ব প্রতিবেদক

জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের দুই সচিবকে বদলি করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেষণ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে প্রেষণে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। পৃথক একটি প্রজ্ঞাপনে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অন্যদিকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) মো. সাইদুর রহমানকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।
পৃথক প্রজ্ঞাপনে এনজিও বিষয়ক ব্যুরোর নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ।

Leave a Reply

scroll to top