স্থানীয় সরকারে ৬০ হাজার পদ শূন্য, শিগগির নিয়োগ: আসিফ মাহমুদ

New-Project-23-3.jpg
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে, যা খুব শিগগিরই নিয়োগ দেওয়া হবে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, শুধু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শূন্য পদ আছে। শিগগিরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
এর আগে, গত ২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠিতে জানায়, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী- বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার একটি।
বিভিন্ন ক্যাটাগরির সরকারি চাকরির এই শূন্য পদগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

Leave a Reply

scroll to top