স্থলভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’, হাতিয়ায় নৌ যোগাযোগ বন্ধ

New-Project-40.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বঙ্গোপসাগরের গভীরের নিম্নচাপটি রূপ নেওয়া শক্তিশালী ঘূর্ণিঝড় ‘দানা’ ক্রমেই শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে দুপুর থেকেই রাজধানী ঢাকাসহ দেশের উপকূলীয় বিভিন্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি ও বৈরী আবহাওয়ার ফলে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে নোয়াখালীর নৌ যোগাযোগ বন্ধ রয়েছে।

অপরদিকে ঘূর্ণিঝড় দানার কারণে সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগর ও আশাশুনির সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে। একই সাথে জেলার দুর্যোগ ব্যাবস্থাপনা সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরও ছুটি বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

scroll to top