সেতু নির্মাণের এক বছরেই সংযোগ সড়ক ধস, দ্রুত সংস্কার দাবি এলাকাবাসীর

New-Project-2025-02-16T123702.043.jpg
নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে একটি সেতুতে ধসে পড়ছে সংযোগ সড়ক ও গাইডওয়াল। এলাকাবাসী বলছেন, ঠিকাদারের নিন্মমানের কাজের কারণে এক বছর পার না হতে ৬ কোটি টাকার সেতুর এমন বেহাল অবস্থা।

গতকাল রবিবার সরজমিনে গিয়ে দেখা যায়,সেতুটির গাইডওয়াল ও সংযোগ সড়ক ধসে পড়ছে  এবং পিলারগুলোও নড়বড়ে অবস্থায় দেখা গেছে।

যেকোন সময় পুরো গাইড ওয়াল ধসে পড়ে সেতুটি চরম হুমকির মুখে পড়তে পারে এমনটাই আশঙ্কা স্থানীয়দের। এছাড়াও ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় যানবাহনের। প্রতিদিন সেতুটি দিয়ে দুই পাড়ের শত শত মানুষের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে এমনটাই হয়েছে বলে দাবি এলাকাবাসীর। স্থানীয়রা জানান, পুরো গাইডওয়াল জুড়েই এ ফাটল স্পষ্ট দেখা যাচ্ছে। আর এ ফাটলের কারণে গাইডওয়াল জুড়ে বসানো পিলারগুলোও নড়বড়ে হয়ে গেছে। ফলে এলাকাবাসী ও পথচারীদের মাঝে একধরনের আতঙ্ক বিরাজ করছে।তাদের আশঙ্কা গাইডওয়াল ধসে পড়ে সেতুটিকে দুর্বল ও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। দ্রুত সংস্কার ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সরকারের কাছে ।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাঙ্গাবালী কার্যালয় সূত্রে জানা যায়, ইউনিয়ন-উপজেলা সংযোগ সড়কের অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ প্রকল্পের আওতায় চরমোন্তাজ খালের ওপর ৬৬ মিটার সেতু ও ৩৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে সাড়ে ৬ কোটি টাকা। কিন্তু বছর না যেতেই ধসে পড়ে সংযোগ সড়ক গাইডওয়াল।

চরমোন্তাজ ইউনিয়নের স্থানীয় বাসিন্দা বাহাদুর ইসলাম বলেন, ভরী বর্ষণের কারণে সেতুর সংযোগ সড়কও গাইডওয়াল ভেঙে পড়ছে। কাজ করার ৬-৭ মাস পরই ধসে পড়ে সেতুটির সংযোগ সড়কও গাইডওয়াল। ঠিকাদারের নিম্ন মানের কাজের কারণে এমনটা হয়েছে। যদি দ্রুত কাজ না করা তাহলে সেতুটি চলাচল করতে ঝুঁকি আরও বাড়বে। তবে দ্রুত সংস্কার করার দাবি তাদের।

ঠিকাদার মো.জামাল হোসেনের সাথে যোগাযোগের জন্য তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, ইতিমধ্যে ঠিকাদারের সাথে কথা হয়েছে। এছাড়াও ঠিকাদার জামানত কাজ সম্পূর্ণ শেষ করার পর দেওয়া হবে। আর যত দ্রুত সম্ভব কাজটি সংস্কার করা হবে বলে আশা করি।

Leave a Reply

scroll to top