সূচি ঘোষণার আগেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ইংল্যান্ডের

New-Project-46-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

আইসিসির চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াতে সময় বাকি এখনো প্রায় দুই মাস। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টের সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। তবে ফেব্রুয়ারির ১৯ তারিখে শুরু হতে যাওয়া সেই টুর্নামেন্টের দল আজই ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। প্রথম দল হিসেবে স্কোয়াড ঘোষণা করল ইংলিশরা।

১৫ সদস্যের এই স্কোয়াডে জায়গা হয়নি বেন স্টোকসের। স্কোয়াডে ফিরেছেন জো রুট। ২০১৯ বিশ্বকাপ জেতা এই তারকাকে ২০২৩ বিশ্বকাপে খুব একটা চেনা ছন্দে পাওয়া হয়নি ইংলিশ জার্সিতে। তার দলও ছিল বিপাকে। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাকে ঠিকই বিবেচনায় রাখছে ইংলিশ ক্রিকেট বোর্ডের কর্তারা। যদিও একই তালিকায় নেই বেন স্টোকসের নাম। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন তিনি।

স্টোকসকে কেন দলে রাখা হয়নি সেই ব্যাখ্যায় ইসিবি বলেছে, ‘হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা ডারহাম অলরাউন্ডার বেন স্টোকস পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় তাঁকে বিবেচনা করা হয়নি।’ এদিকে ২০২৩ সালের পর একটি ওয়ানডেও না খেলা জস বাটলার ইংল্যান্ডের অধিনায়ক হিসেবেই ফিরছেন ৫০ ওভারের ক্রিকেটে।

কিছুদিন আগে শেষ হওয়ার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন স্টোকস। এই চোটই শেষ করে দিয়েছে তার চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সম্ভাবনা। স্টোকসকে ছাড়াই তাই চ্যাম্পিয়নস ট্রফিতে যাচ্ছে ইংল্যান্ড। এছাড়া ইংল্যান্ড দলে জায়গা হয়নি স্যাম কারান, রিস টপলি, ম্যাথু পটস ও উইল জ্যাকসের।

ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফির ওয়ানডে দল: জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মেহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

Leave a Reply

scroll to top