সুস্থ অবস্থায় গিয়েছিলেন ব্যাঙ্ককে, ফিরলেন হুইলচেয়ারে!

New-Project-2025-02-26T155112.227.jpg
নিজস্ব প্রতিবেদক

অরুণা ইরানি বলিউডের একজন লাস্যময়ী অভিনেত্রী। সত্তরের দশকে ক্যাবারে নৃত্যে ছিলেন খুবই পারদর্শী। পরবর্তী কালে বয়স বাড়ার সঙ্গে অরুণা ইরানিকে একাধিক নায়কের মায়ের চরিত্রে দেখা গিয়েছে।

বেশ কয়েক বছর হল তিনি অভিনয় থেকে অনেকটা দূরে। বয়স প্রায় ৭৮ হতে চলেছে। সপ্তাহ দুয়েক আগেই অভিনেত্রী ব্যাঙ্ককে গিয়েছিলেন। কিন্তু মুম্বই বিমানবন্দরে নামলেন চোখেমুখে ক্লান্তি, যন্ত্রণার ছাপ স্পষ্ট নিয়ে। হুইলচেয়ার চেপে বিমানবন্দর থেকে ফিরলেন, পায়ের পাশে রাখা ক্রাচ।

সম্প্রতি থাইল্যান্ডের ব্যাঙ্ককে পড়ে গিয়ে আহত হন এই অভিত্রেী। দুর্ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি লাস্যময়ী অভিনেত্রী। সেখানে সপ্তাহখানেক বিশ্রামের পর এখন তিনি মুম্বই ফিরে এসেছেন। একটি ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রথম অরুণাকে হুইলচেয়ারে এবং ক্রাচে ভর করে থাকতে দেখা গিয়েছে। ভিডিয়োয় বোঝাই যাচ্ছে, তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করছেন। তার খুবই কষ্ট হচ্ছে।

ওই ইনস্টাগ্রামের পাতায় অভিনেত্রী প্রসঙ্গে লেখা হয়, ‘‘প্রায় দুই সপ্তাহ আগে ব্যাঙ্ককে পড়ে গিয়েছিলেন অরুণা। চিকিৎসার পর অভিনেত্রীকে হুইলচেয়ার এবং ক্রাচের সাহায্যে হাঁটতে বলা হয়। কিছু দিন বিশ্রাম নেওয়ার পর তিনি ভারতে ফিরে আসেন। আসলে ব্যথায় ভুগছিলেন, কিন্তু এখন মুম্বইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’’

ইরানি চলচ্চিত্রে অভিষেক ঘটে গঙ্গা যমুনা (১৯৬১) চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে কাজ করে।  এরপর তিনি আনপড় (১৯৬২) চলচ্চিত্রে মালা সিনহার কৈশোর বয়সের চরিত্রে অভিনয় করেন।

১৯৭১ সালে তিনি  নাসির হোসেন   পরিচালিত কারওয়াঁ চলচ্চিত্রে অভিনয় করে ।

পরবর্তী সময়ে তিনি টেলিভিশনে কাজ করা শুরু করেন এবং বিভিন্ন ধারাবাহিক নাটকে চরিত্রাভিনেত্রী হিসেবে অভিনয় করেন। এছাড়া তিনি কয়েকটি টেলিভিশন ধারাবাহিক পরিচালনা ও প্রযোজনাও করেন,

তিনি হিন্দি, কন্নড়,  মারাঠি  ও গুজরাটি  ভাষায় পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

তিনি ষষ্ঠ শ্রেণির পর পড়াশোনা ত্যাগ করেন, কারণ তার পরিবারের সকল সন্তানদের পড়াশোনা করানোর মত অর্থ ছিল না। ছোট বেলায় এই অভিনেত্রীর আর্থিক অবস্থা খারাপ থাকলে ও পরবর্তীতে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

অরুণা ইরানি ভারতের মুম্বাইয়ে একজন ইরানি বাবা এবং একজন হিন্দু মায়ের ঘরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ফারেদুন ইরানি একটি নাট্যদল পরিচালনা করতেন এবং তার মা সগুনা ছিলেন একজন অভিনেত্রী।

Leave a Reply

scroll to top