সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ইবি সিআরসির ঈদ উপহার

New-Project-1-5.jpg

সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ইবি সিআরসির ঈদ উপহার

২৪ ঘণ্টা বাংলাদেশ ইবি প্রতিনিধি

সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ উপহার ও বস্ত্র সমগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করে ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন “কাম ফর রোড চাইল্ড” (সিআরসি)। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দে’ড়টার দিকে ইবি tscc ভবনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

(সিআরসি) সংগঠন কতৃক পরিচালিত স্কুলের প্রায় ২৯ জন শিক্ষার্থীকে ঈদ উপহার বিতরন করা হয়। এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইমদাদুল হক, সহ-সভাপতি সুমাইয়া আক্তার, সাধারণ সম্পাদক মশিউর রহমান, প্রচার সম্পাদক সাইফুন্নাহার লাকি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিআরসি সভাপতি ইমদাদুল হক বলেন, “২০১৬ সাল থেকে আমরা নিয়মিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি। এই ঈদ বস্ত্র বিতরণ আমরা প্রতি বছরই করে থাকি। আঞ্চলিক প্রভাবের কারণে যাদের পড়ালেখায় ব্যাঘাত ঘটে, তাদের জন্য আমাদের একটি স্কুল রয়েছে, আমরা সেখানে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিচ্ছি। সেই শিশুদের নিয়েই আজকের এই অনুষ্ঠান। আমাদের প্রায় ৪০০ থেকে ৫০০ জন স্বেচ্ছাসেবী ও সদস্য রয়েছেন। তাদের কাছ থেকে চাঁদা সংগ্রহের পর আজকের এই ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে।”

সাধারণ সম্পাদক মশিউর রহমান বলেন, “এটা আসলে শুধু ঈদ বস্ত্র বিতরণই নয়, এটা আমাদের পক্ষ থেকে ভালোবাসা বিতরণ। আমাদের আশেপাশে যারা সুবিধাবঞ্চিত আছে,তাদের সাথে ভালোবাসা বিনিময় করতে পারি,এই সামান্য চিন্তা থেকেই আমাদের এই আয়োজন। এই শিশুগুলো যখন মানুষের মতো মানুষ হবে, বড় হবে, তখন তারাও তাদের আশপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করবে এটাই আমাদের প্রত্যাশা। ঈদ হোক সবার জন্য আনন্দময়।”

Leave a Reply