সুবর্ণচরে তরিকা সায়েদ ফাউন্ডেশন এর উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

New-Project-17-9.jpg
নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী সুবর্ণচরে তরিকা সায়েদ ফাউন্ডেশনের আয়োজনে খুদে হাফেজদের নিয়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার(২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চরবাটা খাসের হাট জামে মসজিদ মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কবি ও সাংবাদিক হানিফ মাহমুদ এর সঞ্চালনায় তরিকা সায়েদ ফাউন্ডেশনের সভাপতি ও চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোনায়েম খান, ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ, চর জুবিলী রব্বানীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা জামাল উদ্দিন, চরবাটা মহিলা মডেল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খোবায়েব হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক বেলাল হোসেন সুমন, চরবাটা খাসের হাট জামে মসজিদের খতিব মাওলানা আহছান উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী বাহা উদ্দিন সোহেল, ব্যবসায়ী ও সমাজকর্মী তারেক মোহাম্মদ শরীয়ত উল্যাহ, পরিবেশ উন্নয়ন সংগঠক শাখাওয়াত উল্লাহ সহ এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সহ সঞ্চালনাক হিসেবে দায়িত্ব পালন করেন চরবাটা খাসেরহাট জামে মসজিদের সহকারি ইমাম মো. আজিজুল হক, চরবাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদ আনোয়ার হোসেন। প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ শরীফুল ইসলাম, হাফেজ মাহমুদ হাসান, হাফেজ মোহাম্মদ উল্লাহ।

দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলার বাছাইকৃত ১৩টি হিফজুল কোরআন মাদ্রাসার ৩৫জন প্রতিযোগী। অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট, বই, সনদপত্র ও গাছের চারা তুলে দেন অতিথিরা। সুবর্ণচরে তরিকা সায়েদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এটা ছিল ২য় আসর।

Leave a Reply

scroll to top