নোয়াখালীর সুবর্ণচরে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১জানুয়ারি) উপজেলার রাব্বানীয়া ফাজিল মাদ্রাসায় বেলা ১২ টায় বই বিতরণ উৎসবটি অনুষ্ঠিত হয়। এসময় উক্ত বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি চ্যানমং রাখাইন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবির আহম্মদ,রাব্বানীয়া ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহমান, কবি ও সাংবাদিক হানিফ মাহমুদ সহ উক্ত মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীগণ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী বলেন, নতুন বই পাওয়ার আনন্দ সীমাহীন। এর সাথে অন্য কিছুর তুলনা হয়না। সরকার সল্প সময়ের প্রচেষ্টায় শিক্ষার্থীদের সবাইকে নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে তুলে দিতে চেয়েছে। এবং সেটা উৎসবমুখর পরিবেশে। আমরা সরকারের প্রতিনিধি হিসেবে সেই চেষ্টার প্রতিফলন ঘটিয়েছি।
তিনি স্মৃতিচারণ করে বলেন, ছোট বেলায় নতুন বই পেলে আমরাও তোমাদের মত আনন্দিত হতাম। ছাত্র জীবনে এর চেয়ে মধুর আনন্দ আর হয়না।
অনুষ্ঠানের শেষে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন। নতুন বই পেয়ে শিক্ষার্থীগণ দারুণ উচ্ছ্বাস প্রকাশ করে।