সুপার সিক্স নিশ্চিত বাংলাদেশের

New-Project-2025-01-22T122237.635.jpg
নিজস্ব প্রতিবেদক

আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ নারী দলকে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।এই জয়ের ফলে নিশ্চিত হয়েছে বাংলাদেশের সুপার সিক্স।

ম্যাচে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় স্কটল্যান্ড।আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।দলের হয়ে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক সুমাইয়া আক্তার।৩৬ বলে ২৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন অধিনায়ক।এছাড়া ১৯ বলে ২১ রান করেন আফিয়া আশিমা ইরা।৩২ বলে ২০ রান করেছেন জুরাইরা ফেরদৌস।

জবাব দিতে নেমে দলের ১৯ রানের মাথাতেই দুই ওপেনারকে হারায় স্কটল্যান্ড।তবে খেলাটা জমিয়ে রেখেছিলেন পিপা স্প্রৌল এবং অধিনায়ক নিয়ামহ মুইর।কার্যকরী ব্যাটিংয়ে দলের ইনিংসকে অনেকখানি এগিয়ে দেন দুজন।৩২ বলে ২২ রান করে মুইর থামেন দলের ৬৯ রানের মাথাতে।পিপা টিকে ছিলেন। দলকে রেখেছিলেন কক্ষপথে।

দলের ৯২ রানের মাথায় পিপাকে আউট করেন মোসাম্মৎ আনিসা আক্তার সোবা। এরপর যেন ম্যাচ থেকে ছিটকে যায় স্কটল্যান্ড।ধুঁকতে ধুঁকতে ২০ ওভার শেষে ১০৩ রান তুলে থেমেছে স্কটিশ মেয়েরা,হারিয়েছে ৮ উইকেট। ১৮ রানের জয় তুলে নেয় বাংলাদেশ।ফলে সুপার সিক্স নিশ্চিত হয় বাংলার মেয়েদের।

Leave a Reply

scroll to top