পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে আজকের বৈঠকে সীমান্ত হত্যা নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি, সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়।
পররাষ্ট্র সচিব জানান, সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। সেখানে সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে দুই দেশই একমত হয়েছে।
জসীম উদ্দিন আরও বলেন– আলোচনায় আমরা বলেছি, সীমান্তে হত্যাকাণ্ড কাম্য নয় এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের হত্যাকাণ্ড সঙ্গতিপূর্ণ নয়।
ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য পছন্দ করছে না অন্তর্বর্তী সরকার। এই বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে অনুরোধ করেছে বাংলাদেশ।
বৈঠকে জুলাই অভ্যুত্থান নিয়ে ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের বিষয় তুলে ধরা হয়েছে। এসব মিথ্যাচার বন্ধে ভারতের পদক্ষেপ কামনা করা হয়েছে বলেও জানান জসিম উদ্দিন। বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে খোলামনে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা প্রচারণা বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিক্রম মিশ্রিকে তিনি জানিয়েছেন, বাংলাদেশি কোনো নাগরিকের কিছু হলেও সেটি এদেশের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে নাক গলানোর সুযোগ নেই বলে দিল্লিকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে।
পররাষ্ট্র সচিব বলেন– সংখ্যালঘু বিষয়ে আমরা বলেছি, তাদের কোনো সংশয় থাকলে তারা আমাদের দেশে এসে সরেজমিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারেন।