সিলেটে বৈদ্যুতিক খুঁটিতে প্রাইভেট কারের ধাক্কা, তিনজন নিহত

New-Project-21-5.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সিলেট-তামাবিল সড়কে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে দুই ছাত্রদল নেতাসহ ৩ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা চালকসহ আরও ৩ জন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় সিলেট-তামাবিল সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ও তিন জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

জানা গেছে নিহত তিনজনের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং একজন সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্রো-গ ১৩৩৮৫৪) সিলেটের পর্যটন স্পট জাফলং যাচ্ছিলেন। পথিমধ্যে বাঘেরসড়ক এলাকায় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন।

Leave a Reply

scroll to top