সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামছে শান্ত-মিরাজরা

New-Project-4-4.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে যেকোন মূল্যে প্রয়োজন জয়। সেই লক্ষ্যেই আজ মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল চারটায়।

এদিকে সিরিজ শুরুর আগেই অসুস্থতার কারণে বাদ পড়েছেন লিটন দাস। প্রথম ম্যাচে উইকেট কিপিংয়ের সময় আঙ্গুলে চোট পেয়ে ছিটকে গেছেন মুশফিকুর রহিমও। আঙুলের চোটে আগামী ১ মাস মাঠের বাইরে থাকতে হবে এই অভিজ্ঞ ক্রিকেটারকে।

অপরদিকে এখনপর্যন্ত শারজায় কোন ফরম্যাটেরই জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ঐতিহাসিক এই মাঠে টানা নয় ম্যাচ হেরেছে টাইগাররা। আজকের ম্যাচে ৩৪ বছরের ইতিহাস পরিবর্তন হয় কি না সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

scroll to top