সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, নাহিদ রানার অভিষেক

New-Project-40-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

দ্বিতীয় ওয়ানডের দলে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে মিরাজ-শরীফুলরা। কুঁচকির ইনজুরিতে পড়ায় শেষ ম্যাচে খেলছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় আজ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। শান্তর জায়গায় দলে জায়গা পেয়েছেন জাকির হাসান। বিশ্রামে রয়েছেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় ওয়ানডে অভিষেক হচ্ছে ফাস্ট বোলার নাহিদ রানার।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী (উইকেটকিপার), নাসুম আহমেদ, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Leave a Reply

scroll to top