‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ শ্লোগানে সিরাজগঞ্জ এলাকায় বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে বাংলাদেশ স্কাউটসের ৭ দিনব্যাপী ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন তেলওয়াত, পবিত্র গীতাপাঠ, পবিত্র ত্রিপিটক পাঠ ও পবিত্র বাইবেল পাঠ করার মাধ্যমে শুরু হয় কর্মসূচি। এরপর কমডেকা পতাকা হস্তান্তর, কমডেকা সংগীত, কমডেকা পতাকা উত্তোলন, পতাকাকে অভিবাদন এবং পতাকাবাহীদের মাঠ প্রদক্ষিণ করা হয়।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় সিরাজগঞ্জ শহরের হার্ড পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করা হয়। দ্বিতীয় দিন ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
এসময়ে তিনি তার বক্তব্যে স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, ছাত্রজীবনে আমি একজন সক্রিয় স্কাউট এবং স্কাউট লিডার হিসেবে দেশ- বিদেশে বিভিন্ন স্কাউট ক্যাম্পে কাজ করেছি । দেশ ও সমাজ উন্নয়ন করার জন্য স্কাউটস বদলে দেয়। নতুন বাংলাদেশের পুনরাবৃত্তি ঘটেছে। জুলাই বিপ্লবের শহিদদের রক্ত ব্যথা যেতে দিবোনা । আজ শহিদদেরা আমাদের নতুন পথ দেখিয়েছে। তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আমি এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমডেকা চীফ ও সদস্য সচিব ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আরও বক্তব্যে রাখেন ৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া , বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির আহবায়ক ও সড়ক ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক।
৭ম জাতীয় কমডেকার সমন্বয়কারী প্রফেসর ড. খান মাঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, সিরাজগঞ্জের হার্ড পয়েন্টের স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ এ ১৯ ফেব্রুয়ারি বুধবার থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কমডেকা চলবে। এবারের কমডেকায় দেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৬ হাজার স্কাউট সদস্য ও লিডারেরা অংশগ্রহণ করছে। ৭ দিনব্যাপী কমডেকার বিভিন্ন অংশে উপস্থিত ছিলেন, অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ স্কাউটসের নীতি নির্ধারকেরা।
উল্লেখ্য, ২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় থেকেই হার্ট পয়েন্ট এলাকাটি স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।