সিরাজগঞ্জে ফুলজোড় নদী থেকে আরও ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

New-Project-30.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সিরাজগঞ্জের ফুলজোড় নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার (২ ফেব্রুয়ারি) দুপু‌রে তাদের উদ্ধার ক‌রে রাজশাহীর ডুবোরি দল।

তথ্যটি নিশ্চিত করেছেন কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল। উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন, কৃষ্ণ নিয়োগী ও তার বন্ধু সারজিল ইসলাম।

অপু কুমার মন্ডল ব‌লেন, দ্বিতীয় দিনের মতো রাজশাহী থেকে আসা ডুবুরি দল ফুলজোড় নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করে। এক ঘণ্টা কাজ করার পর নদীর ঝাটিবেলাই এলাকা থেকে ২০ মিনিটের ব্যবধানে দুটি মৃতদেহ উদ্ধার ক‌রেন।

এর আগে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) ঝাঁটিবেলাই গ্রামের জারিফের বাড়িতে শহর থেকে ৫ বন্ধু বেড়াতে আসে। বেড়াতে এসে তারা ৬ জন দুপুরে ফুলজোড় নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে ৩ জন নদীতে ডুবে যায়। অপর ৩ জন সাঁতরে উঠে আসে।

নিখোঁজ হয় ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে রাফি (১৫), সিরাজগঞ্জ শহরের বিশ্বনাথ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫) ও ইমরুল হাসানের ছেলে সারজিল ইসলাম (১৬)। এরা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজে ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

Leave a Reply

scroll to top