ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ছবিটি উপহার দিতে চলেছেন পরিচালক এস এস রাজামৌলি। তাঁর এই ছবিতে আছেন দক্ষিণি তারকা মহেশ বাবু। এক হাজার কোটি রুপি বাজেটের এই ছবিটিকে ঘিরে নানা তথ্য উঠে এসেছে।
দক্ষিণের দুই তারকা রাজামৌলি ও মহেশ বাবু আবার হাত মিলিয়ে আনতে চলেছেন বড় বাজেটের এ ছবিটি। এই ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। জঙ্গলে অ্যাডভেঞ্চার ঘিরে নির্মিত এই ছবিটিকে ঘিরে সিনেমাপ্রেমীরা এখন থেকেই রোমাঞ্চিত।
জানা গেছে, রাজামৌলি তাঁর ‘বাহুবলী’ ছবির মতো এ ছবিটিকেও দুটি পর্বে আনতে চলেছেন। মহেশ বাবুর এই ছবির প্রথম পর্ব ২০২৭ সালে, আর দ্বিতীয় পর্ব ২০২৯ সালে মুক্তি পাবে বলে জানা গেছে। ছবির গল্প লেখার কাজ প্রায় শেষ হয়ে গেছে। শোনা যাচ্ছে চলতি বছর এপ্রিলেই রাজামৌলি এই ছবির শুটিং শুরু করবেন।
রাজামৌলির ছবি মানেই যেন বক্স অফিসে সুনামি। তার ওপর এই ছবির নায়ক মহেশ বাবু। তাই নির্মাতাদের এই ছবি থেকে প্রত্যাশা প্রচুর। নির্মাতারা এখন থেকেই ধরে নিয়েছেন যে এ ছবি থেকে তাঁরা এক বড়সড় লাভের মুখ দেখতে চলেছেন।
জানা গেছে, রাজামৌলি ও মহেশ বাবু এই ছবির লাভের অংশে ভাগ বসাবেন বলে নির্মাতাদের সঙ্গে সমঝোতা করেছেন। নির্মাতাদের সঙ্গে তাঁরা সমঝোতা করেছেন যে লাভের ৪০ শতাংশ তাঁরা নেবেন। ছবির বাজেট আপাতত এক হাজার কোটি রুপি।
পরে বাজেট আরও বাড়তে পারে।