সিএমএইচ থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

New-Project-2024-12-16T013506.892.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই ঘন্টার অধিক সময় সাভার সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে গুলশানের বাসায় ফিরেছেন।

সোমবার দুপুরে দুইটার পর বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য বিশেষজ্ঞ চিকিসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘‘ এই মাত্র মহাসচিব বাসায় পৌঁছেছেন। আলহামদুলিল্লাহ… মহাসচিব সুস্থ আছেন, ভালো আছেন।এখন তিনি বিশ্রামে আছেন। সাভার সিএমএইচএ উনার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো ফলাফল ভালো।সিএমএইচ‘র চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে বিএনপি মহাসচিবকে বাসায় যাওয়ার ছাড়পত্র দেন।

জাহিদ বলেন, হাজার হাজার নেতা-কর্মীদের নিয়ে বিএনপি মহাসচিব স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এতো ভিড় ছিলো যা না দেখলে বুঝানো সম্ভব না।এই ভিড়ের মধ্যে শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে মহাসচিব সাংবাদিকদের কাছে ব্রিফিঙের জন্য যখন যাচ্ছিলেন তখন এই ভিড়ে চাপে মহাসচিব অসুস্থ হয়ে পড়েন।

Leave a Reply

scroll to top