“সাস্ট স্কুল অব ডিবেট” এর সভাপতি ফারজিন সাধারণ সম্পাদক ইমন

New-Project-6-9.jpg

"সাস্ট স্কুল অব ডিবেট" এর সভাপতি ফারজিন সাধারণ সম্পাদক ইমন

২৪ ঘণ্টা বাংলাদেশ শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক বিষয়ক সংগঠন সাস্ট স্কুল অব ডিবেটের ১১তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ২০২০-২১ শিক্ষাবর্ষের ফারজিন আনিয়ার রহমান ও সাধারণ সম্পাদক রসায়ন বিভাগের একই শিক্ষাবর্ষের বদরুল আমিন ইমন। শনিবার (২২ মার্চ) এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক দায়িত্বশীলরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জ্যেষ্ঠ সহ-সভাপতি আলবাব হোসেন, সহ-সভাপতি (বিতর্ক) মিফতাহুল জান্নাত কানিজ, সহ-সভাপতি (প্রশাসন) তাসকিন আক্তার, যুগ্ম সম্পাদক নুরুন নিসা জেরিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মাহাদী, উপ-সাংগঠনিক সম্পাদক আ. ও. ম. ফোরকানুল গনি জিহান, উপ-সাংগঠনিক সম্পাদক মো: নুরুল ইসলাম, আবদুল্লাহ আল-নুমান, বিতর্ক পরিচালক সোহাগ মিয়া অন্তর, উপ-বিতর্ক পরিচালক মো: শামীমুর রহমান।

জনসংযোগ সম্পাদক সুজাতা আমিন ইপা, উপ-জনসংযোগ সম্পাদক তিহামী আহমেদ, মো. নাসিম মিয়া, অর্থ সম্পাদক ইব্রাহিম বিন ইসলাম, উপ-অর্থ সম্পাদক দীপ্ত সরকার, উপ-অর্থ সম্পাদক ইয়ানিসা হক ইলা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল্লাহ আল ফারদিন, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সজিব দাশ, উপ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ আসলাম চৌধুরী, প্রকাশনা সম্পাদক মো: আশিক, উপ-প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান, উপ-প্রকাশনা সম্পাদক তানজিলা রহমান অর্থী। দপ্তর সম্পাদক মো: মাহবুব রহমান, উপ-দপ্তর সম্পাদক সাদিয়া নাসরিন,শুভেছা ইসলাম।

এছাড়া কার্যনির্বাহী সদস্য (সাংগঠনিক) সৈকত রায় নীলা আক্তার, নওশীন আলম রাতুল, মুসাদ্দিকুল ইসলাম রাফি, কার্যনির্বাহী সদস্য (বিতর্ক) তিথিলা ফারহানা অনন্না, তাহসিন সুবাহ নিবির, মো: কবির হোসেন, কার্যনির্বাহী সদস্য (জনসংযোগ) অনশীলা আলম লাইবা, রনি কুমার দাস,কার্যকার্যনির্বাহী সদস্য (অর্থ) রিদওয়ান উল হক আবির, নওরিন সুলতানা, কার্যনির্বাহী সদস্য (তথ্য ও প্রযুক্তি) মাইশা রহমান প্রিয়তা, আশীষ অধিকারী, কার্যনির্বাহী সদস্য (প্রকাশনা) নিশাত আক্তার, হোসেন মোহাম্মদ আক্তার বাবর, কার্যনির্বাহী সদস্য (দপ্তর), মীর তুহিন ইসলাম, আশরাফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

Leave a Reply

scroll to top