আজ একুশে ফেব্রুয়ারি, মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো আজ। রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযোগ্য মর্যদায় এ দিবসটি পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি পৃথকভাবে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
রাষ্ট্রপতি বিরোধী বিক্ষোভের মধ্যে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দিবাগতরাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এরপর রাত ১২টা ১২ মিনিটের দিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপরই শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সর্বস্তরের জনগণ। রাজাধনীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি।
ভোলা
ভোলায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি। বৃহস্পতিবার রাত ১২ টা বাজার আগেই ভোলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দলে দলে জড়ো হতে থাকে বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ।
রাত ১২টা ১ মিনিটে প্রথমেই পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান । এর পর পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক । ভোলা জেলা জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করেন দলটির সদস্য সচিব মো. রাইসুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দরা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
পটুয়াখালী
পটুয়াখালীর রাঙ্গাবালীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রাঙ্গাবালী থানা পুলিশ, বিএনপি ও অঙ্গ সংগঠনসহ অন্যান্য রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষ কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগীতা ও চিত্রাঙ্গণ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।