সারজিসের আশ্বাসে শাহবাগ ছাড়লেন চিকিৎসকরা, তবে..

New-Project-45-3.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের আশ্বাসে শাহবাগের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন শাহবাগ ছেড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে শাহবাগ অবরোধ ছাড়ার ঘোষণা দেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন।

তবে এখনই কাজে ফিরছেন না তারা। তাদের দাবি, আগামী বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে ভাতা বৃদ্ধি করতে হবে। এর মধ্যে চিকিৎসকদের কর্মবিরতি চলবে।

এর আগে, রোববার দুপুরে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। তাছাড়া, বিক্ষোভকারী চিকিৎসকদের একটি প্রতিনিধি দল আলোচনা করতে সচিবালয়েও যান। মন্ত্রণালয় থেকে ৪৮ ঘণ্টা সময় চাওয়া হলেও চিকিৎসকরা তা প্রত্যাখ্যান করেন।

একপর্যায়ে বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম সেখানে উপস্থিত হন। এ সময় তিনিও চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন এবং সড়ক ছেড়ে দেয়ার আহ্বান জানান। কিন্তু তাও মানতে রাজি হননি চিকিৎসকরা।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম সেখানে যান। তিনি বলেন, বৃহস্পতিবার বিকাল ৫টার মধ্যে চিকিৎসকদের দাবি মেনে লিখিত ঘোষণা আসতে হবে। তাছাড়া, আগামি মাস থেকে এটি কার্যকর করতে হবে।

এরপর আন্দোলনকারী চিকিৎসকরা আল্টিমেটাম ঘোষণা করে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন। এতে ওই এলাকায় যান চলাচল শুরু হয়।

Leave a Reply

scroll to top