সামনের দিনগুলোতে অজানা অনেক চ্যালেঞ্জ : সিইসি

New-Project-32-5.jpg
নিজস্ব প্রতিবেদক

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এস এম মো. নাসির উদ্দীন বলেছেন, সামনের দিনগুলোতে অজানা অনেক চ্যালেঞ্জ আছে। সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ এখন ভোটের নাম শুনলে নাক সিটকায়। এ অবস্থা পরিবর্তনে এবং মানুষকে ভোটে আগ্রহী করতে গণমাধ্যমের সহায়তা প্রয়োজন।

রোববার (২৪ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনে কক্ষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নবনিযুক্ত সিইসি বলেন, সঠিক প্রক্রিয়া অনুসরণের মধ্যে দিয়েই নির্বাচন কমিশনাররা দায়িত্ব পেয়েছেন। আমাদের নিয়োগ একটি স্বচ্ছ প্রক্রিয়ায় হয়েছে। তাই দায়িত্ব পালনে আমরা সচেষ্ট থাকব, জাতির আকাঙ্ক্ষা পূরণ করব। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যা যা করার দরকার, তাই করব।

সরকারের পক্ষ থেকে নতুন কমিশনের ওপর কোনো চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করব। আর কোনো গায়ের জোরের নির্বাচন দেখতে চাই না।

সিইসি বলেন, জাতির প্রত্যাশা পূরণে সর্বশক্তি দিয়ে কাজ করবো। আমার জীবনে ব্যর্থতা নেই। চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। জীবনে কঠিন দায়িত্ব পালন করেছি। সারাদেশ ঘুরে বেড়িয়েছি। চ্যালেঞ্জ মোকাবিলার অভিজ্ঞতা আছে। দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নিলাম। এখন নিত্যনতুন চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবিলা করবো।

তিনি আরও বলেন, ভোটের প্রতি মানুষকে আগ্রহী করে ভোটকেন্দ্রে আনবো। আমরা খাস নিয়তে ওয়াদা পালন করবো। আমাদের চ্যালেঞ্জ একটিই- ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন।

Leave a Reply

scroll to top