সাভারে চলন্ত বাসে আবারও ডাকাতি, নিরাপত্তাহীনতায় জাবি শিক্ষার্থীরা

New-Project-8-10.jpg

সাভারে চলন্ত বাসে আবারও ডাকাতি, নিরাপত্তাহীনতায় জাবি শিক্ষার্থীরা

জাবি প্রতিনিধি

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাত দল। এতে জড়িত সন্দেহে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসের চালক, তার সহকারী ও হেলপারকে পুলিশের হাতে তুলে দিয়েছেন যাত্রীরা।

সোমবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। যাত্রীরা জানিয়েছেন, সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে অন্তত পাঁচজন ব্যক্তি যাত্রীবেশে বাসে ওঠেন। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করেন। যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা এবং অন্যান্য জিনিসপত্র লুট করে সিঅ্যান্ডবি স্ট্যান্ডে বাস থেকে নেমে যান ডাকাতরা।

ঘটনার পর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাসটি পৌঁছালে আতঙ্কিত যাত্রী ও শিক্ষার্থীরা বাসটি আটক করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় বাসের চালক, তার সহকারী ও হেলপারকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। যাত্রীরা জানান, ডাকাতির সঙ্গে ওই তিনজন জড়িত।

যাত্রীদের ভাষ্যমতে, শুভযাত্রা পরিবহনের গাড়িটি রেডিও কলোনি এলাকায় পৌঁছালে আনুমানিক পাঁচজন লোক গাড়িতে ওঠে। একপর্যায়ে, বাসটি কিছুটা সামনে গেলে ডাকাতরা চালকের গলায় ছুরি ধরে এবং দেশীয় অস্ত্র দেখিয়ে যাত্রীদের জিম্মি করে মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নেয়। পরে, চালক বাসের ভেতরের লাইট বন্ধ করে দিলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন এবং ডাকাত দল নেমে যায়।

 

পরবর্তীতে, বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে সেখানে থাকা শিক্ষার্থীরা বাসটিকে ক্যাম্পাসে নিয়ে যান। চালক লাইট বন্ধ করার যৌক্তিক কোনো কারণ ব্যাখ্যা করতে না পারায় তাকে ও হেলপারসহ বাসটি আটকে রাখা হয়।

 

এ বিষয়ে শুভযাত্রা পরিবহনের ওই বাসের যাত্রী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আব্দুল হাকিম বলেন, “সাভার থেকে ক্যাম্পাসে ফিরছিলাম একটি ইফতার পার্টি থেকে। আসার পথে, রেডিও কলোনি এলাকায় শুভযাত্রা পরিবহন (যে বাসে আমরা ছিলাম) থামে এবং বেশ কয়েকজন ডাকাত বড় বড় ছুরি ও অস্ত্র নিয়ে বাসে উঠে। মুহূর্তের মধ্যেই তারা সামনের কয়েকজন যাত্রীর সর্বস্ব লুট করে নেয়। পেছন থেকে মাঝামাঝি অংশে থাকা এক যাত্রীকে ছুরিকাঘাত করে তার কাছ থেকে বেশ বড় অঙ্কের টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে শুভযাত্রা পরিবহনের বাস ও চালক-হেলপারকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়।”

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর, সিঅ্যান্ডবি ও রেডিও কলোনি এলাকায় প্রায়ই ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমরা পুলিশ প্রশাসনকে এসব এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানাচ্ছি।”

 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, “তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

উল্লেখ্য, এর আগে গত ২ মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকার সেতুর সামনে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় অন্তত ২০ থেকে ২৫ জন যাত্রীর মোবাইল ফোন, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ডাকাতরা।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সে সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত তিনজন আহত হন।

Leave a Reply

scroll to top