হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলা

New-Project-91.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে।শনিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে হাসপাতাল প্রাঙ্গণে তার উপর হামলা করে জুলাই-আগস্ট আন্দোলনের আহত শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নুরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেলে আন্দোলনে আহত কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালান।

ভুক্তভোগী বুলবুল আহমেদ বলেন, “ঘটনার পর শিক্ষার্থীদের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউর রহমানের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে শিক্ষার্থীদের মোবাইল ফোন সেটটি নিয়ে নেন পরিচালক।”

তবে এ বিষয়ে মন্তব্যের জন্য পরিচালককে ফোন করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

scroll to top