সাবেকমন্ত্রী শাজাহান খান হাসপাতালে

3-e1169861e715fbb40e731b830ec9d485-35076ba3fa95bcbf99372cb119a899d6.jpg
নিজস্ব প্রতিবেদক

বুকে ব্যথাজনিত কারণে অসুস্থ বোধ করায় সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বিকালে তাকে হাসপাতালে নেয় ডিবি পুলিশ। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভর্তি করা হয়।
ঢাকা মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক বলেন, ‘শাহজাহান খানের ইসিজি করা হয়েছে। উচ্চ রক্তচাপ পাওয়া গেছে। এমনিতেই তার ডায়াবেটিস ও হার্টের সমস্যা রয়েছে। পরে তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পাঠানো হয়। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর ভর্তির রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে’।

Leave a Reply

scroll to top