রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকার শেষে সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার দেশে ফেরার পর ছাদখোলা বাসে শহর ভ্রমণের পর বাফুফে ভবনে বিকেল সাড়ে ৫টায় সাফজয়ী নারী ফুটবলারদের বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সন্ধ্যা ৭টায় সাফজয়ী বীরদেরকে মোট ১ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। পাশাপাশি সাফজয়ী দলের জন্য ২০ লাখ অর্থ পুরস্কার ঘোষণা করেছে বিসিবিও।