সান্তাহারে সড়ক দূর্ঘটনায় তিন বন্ধুর মৃত্যু

New-Project-14.jpg
নিজস্ব প্রতিবেদক
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়ৎ এর সামনে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের উপর ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই মোটর সাইকেলে থাকা তিন বন্ধু ঘটনা স্থলেই মৃত্যুবরণ করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল (২ জানুয়ারি) রবিবার রাত সাড়ে নয় ঘটিকার সময় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দূর্ঘটনায় নিতহদের মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতরা হলো বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার জোয়াল মাঠা এলাকার জিয়াউর রহমানের ছেলে নেওয়াজ (২০) একই উপজেলার ডিমশহর কিংকাই এলাকার আব্দুর রহমানের ছেলে হোসাইন (১৯) ও কাহালু উপজেলার কাজিপাড়া এলাকার মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)|
সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আজিমুল হক বলেন, বগুড়া জেলার কাহালু ও দুপচাঁচিয়া উপজেলার নয়জন বন্ধু মিলে এক সাথে তিনটি মোটরসাইকেল যোগে গতকাল রবিবার বিকেলে নওগাঁ শহরে বাণিজ্য মেলায় ঘুরতে আসে। মেলা দেখা শেষে সবাই মিলে একসাথে বাড়ি ফেরার সময় নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কে সান্তাহার পৌর শহরের মৎস্য আড়তের সামনে এসে পৌঁছালে সবার পিছনে থাকা মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা মাল বোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই একই মোটরসাইকেলে থাকা তিন বন্ধুর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাতে সড়ক দূর্ঘটনায় নিহত তিন জনের সুরতহাল প্রতিবেদন দাখিল করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাক এবং চালককে আটক করা সম্ভব হয়নি। কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

scroll to top