সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু

New-Project-64-1.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে সাড়ে সাত ঘণ্টা ব‌ন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থে‌কে ফে‌রি চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, রাত ৩টায় ঘন কুয়াশার কারণে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কে‌টে গে‌লে সকাল ১০টায় আবার ফে‌রি চলাচল শুরু হয়।

এর আগে, রাত ৩টা থে‌কে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় । ফে‌রি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন চালক ও যাত্রীরা।

Leave a Reply

scroll to top