সাকিবের দেশে ফেরায় নেই কোন আইনি বাধা

shakib.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

হত্যা মামলায় নাম থাকলেও ক্রিকেটার সাকিব আল হাসানের দেশে আসা-যাওয়ায় কোন আইনি বাধা নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন উপদেষ্টা।

তিনি বলেন, ‘‘প্রত্যেক খেলোয়াড়কে আমাদের নিরাপত্তা দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, সেটা আমরা পালন করবো। আমি যেহেতু আমার মিনিস্ট্রির কনসার্ন, আমি জানার চেষ্টা করেছি কোনো আইনি বাধা আছে কি না (সাকিব আল হাসানের) দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে। আমি জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো আইনি বাধা নেই।”

গত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে মামলার খাতায় নাম উঠেছে অলরাউন্ডার সাকিব আল হাসানের। এছাড়া আন্দোলনে সাকিবের নিরপেক্ষ অবস্থানের কারণে জনগণের একাংশের রোষানলে পড়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। ভারত সফরে এই বাঁহাতি স্পিনার জানিয়েছেন দেশের মাটিতে লাল বলের ক্রিকেট থেকে অবসর নিতে চান তিনি। তবে তার চেয়েছেন দেশে ফেরার পর্যাপ্ত নিরাপত্তা।

Leave a Reply

scroll to top