সাউথ আফ্রিকা সিরিজ শেষে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন শান্ত

New-Project-66.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

পাকিস্তান সিরিজ পর্যন্ত সবটা ঠিকঠাকই চলছিল। বাবর আজমদের হোয়াইটওয়াশ করে সবার প্রশংসায় ভাসছিলো বাংলাদেশ ক্রিকেট দলের সাথে অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ফিল্ডিং সাজানো, বোলিং পরিবর্তন কিংবা ড্রেসিং রুমে সামলানো; অধিনায়কত্বের মৌলিক বিষয়গুলোতে বরাবরই পাশ মার্ক পেয়েছেন শান্ত।

কিন্তু এই অধিনায়কত্বেই যদি ফেল করা শুরু করেন তাহলে তার মাশুল তো দিতেই হবে। অধিনায়কের পাশাপাশি নিজের ব্যাটিং সামলানোটাও বড় এক দায়িত্ব। সেখানেই প্রায়শই ব্যর্থ হয়েছেন অধিনায়কত্বে ঝলক দেখানো শান্ত। বাঁহাতি ব্যাটারের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকভাবে রান করতে না পারা। সবশেষ পাঁচ ম্যাচে শান্ত রান করেছেন ২০৪। যার মধ্যে চেন্নাই টেস্টে পার করেছেন অর্ধশতক। সে ম্যাচ অবশ্য ৮২ রান করেছিলেন এই ব্যাটার।

রানখরায় ভুগতে থাকা শান্তকে নিয়ে প্রতিনিয়ত হচ্ছে সমালোচনা। কটু কথা শুনছেন অধিনায়ক হিসেবেও। সবকিছু মিলিয়ে সাউথ আফ্রিকা সিরিজ শেষে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিসিবির এক শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়তে চান নাজমুল হোসেন শান্ত। ইতিমধ্যে এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদের অনুমোদনের অপেক্ষায় আছেন তিনি।

Leave a Reply

scroll to top