সাউথ আফ্রিকার বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা, আছেন সাকিব

New-Project-10.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সাকিব আল হাসান দেশের মাটিতে অবসর নিতে পারবেন কি না, নাকি বিদেশেই ইতি টানবেন দীর্ঘ ক্যারিয়ারের? গত দুই মাসে এই প্রশ্নে উত্তর খুঁজেছেন অনেকেই। অবশেষে জানা গেল দেশে ফিরছেন সাকিব। আর তাকে নিয়েই সাউথ আফ্রিকার বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারত সিরিজ চলাকালীন ঘরের মাঠে লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব। কিন্তু সেই ইচ্ছে পূরণে বিসিবির কাছে পর্যাপ্ত নিরাপত্তাও চেয়েছিলেন বাঁহাতি এই স্পিনার। যদিও জাতীয় দলের সাবেক এই অধিনায়কে যথেষ্টা নিরাপত্তা দিতে অপারগতা প্রকাশ করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তবে ক্রিকেটার সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। জানা গেছে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশে ফিরতে পারেন এই সাকিব। ঢাকায় নেমেই টিমের সঙ্গে যোগ দেবেন তিনি।

এদিকে ১৫ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভারত সিরিজে দলে থাকা খালেদ আহমেদ। ডাক পাননি শরীফুল ইসলামও।

প্রথম টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

Leave a Reply

scroll to top