সাইবার সেন্টার সরিয়ে ক্লাসরুমের দাবিতে অবস্থান কর্মসূচিতে EEE বিভাগের শিক্ষার্থীরা

New-Project-13-2.jpg
নিজস্ব প্রতিবেদক বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থীরা তাদের ক্লাস রুম সংকট নিরসনের দাবিতে আজ এক অবস্থান কর্মসূচি পালন করেছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০২ এর ৪র্থ তলায় অবস্থিত সাইবার সেন্টারটি সরিয়ে সেখানে EEE বিভাগের জন্য ক্লাস রুম বরাদ্দ করার দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত ক্লাস রুমের অভাবে তাদের নিয়মিত ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে শিক্ষা গ্রহণে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থীরা বলেন, “EEE একটি টেকনিক্যাল বিভাগ হওয়ায় পর্যাপ্ত ক্লাস রুম ও ল্যাবরেটরি অত্যন্ত প্রয়োজন। কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত জায়গা বরাদ্দ না পাওয়ায় আমরা যথাযথভাবে শিক্ষা কার্যক্রম চালাতে পারছি না।”

তারা আরও জানান, প্রশাসনিক ভবনে সাইবার সেন্টার স্থানান্তর করলে সেটি বিশ্ববিদ্যালয়ের আইসিটি কার্যক্রমেও কোনো সমস্যা সৃষ্টি করবে না, বরং একাডেমিক ভবনে EEE বিভাগের শিক্ষার্থীদের প্রয়োজনীয় শ্রেণিকক্ষের সংকট দূর হবে।

অবস্থান কর্মসূচি থেকে দ্রুততম সময়ে দাবিসমূহ মেনে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

Leave a Reply

scroll to top