গভীর রাতে বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে ঢুকে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। ছুরি দিয়ে তার শরীরে কয়েকটি আঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের এই অভিনেতাকে।
বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে সাইফের বান্দ্রার বাড়িতে এ ঘটনা বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
সেসময় সাইফের স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুরসহ পরিবারের অন্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন।