সাইফের পর এবার গুরুতর জখম অর্জুন কাপুর, জ্যাকি ভাগনানি

New-Project-21-3.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

বলিউডে একের পর এক অঘটন ঘটেই চলেছে। নতুন বছর শুরু হতে না হতেই তারকাদের জীবনে ঘটছে নানা দুর্ঘটনা। সাইফ আলি খানের ছুরিকাহত হওয়ার ঘটনার রেশ এখনও টাটকা। এর মধ্যেই জানা গিয়েছে, ছাদের আস্তর ভেঙে গুরুতর আহত হয়েছে দুই অভিনেতা অর্জুন কাপুর-জ্যাকি ভাগনানিসহ আরও অনেকে।

ভারতীয় গণমাধ্যম আন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, অর্জুন ও ভূমি পেডনেকার মুম্বইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে তাদের আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের দৃশ্য শুট করছিলেন। তখনই ভেঙে পড়ে ছাদের আস্তর। অর্জুন ছাড়াও এ ঘটনায় জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজ়িজ়।

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে বাড়িটিতে শুটিং হচ্ছিল সেটি বেশ পুরনো এবং ভগ্নপ্রায়। বেশ কিছু দিন ধরে সেখানে টানা শুটিং হচ্ছিল। লাগাতার শব্দের কম্পনে সম্ভবত নড়বড়ে বাড়িটি আরও নড়বড়ে হয়ে পড়ে। যার জেরে এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানিয়েছেন, অর্জুন, ছবির পরিচালক, প্রযোজকের পাশাপাশি ছবির বাকি কলাকুশলীরাও কম-বেশি আহত হয়েছেন। অশোক নিজে কনুই এবং মাথায় চোট পেয়েছেন। চিত্রগ্রাহক মনু আনন্দের বুড়ো আঙুল ভেঙে গেছে, সহ-চিত্রগ্রাহক মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। তবে কারও চোট গুরুতর নয়, বলেও জানিয়েছেন তিনি।

Leave a Reply

scroll to top