শেখ হাসিনা সরকার পতন পরবর্তী দেশে গত তিন মাসে অন্তর্বর্তী সরকারের নানা কার্যক্রমের প্রশংসা করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
সরকার তিনমাসে কোনো কার্যকর ভূমিকা রাখতে পেরেছে কিনা এই প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘অবশ্যই, বর্তমান সরকার কার্যকরী ভূমিকা রেখেছে, অনেকগুলো কাজ করেছে।’
তিনি আরও বলেন, ’সবাই যদি সহযোগিতা করে এই সরকারকে, তাহলে উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা নির্বাচন দিলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা পূরণে সক্ষম হবে।’