সরকার চাইলে ২০২৫ সালেই নির্বাচন সম্ভব: সাইফুল হক

New-Project-101.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সরকার চাইলে ২০২৫ জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

সাইফুল ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতির ফলে দেশে কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা কায়েম হয়েছিল। প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও সংস্কার সাধন করে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।

বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে তত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করার সুযোগ সীমিত-এ কথা জানিয়ে তিনি বলেন, সরকার চাইলে ২০২৫ জাতীয় নির্বাচন করা সম্ভব।

একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণঅভ্যুত্থানের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে অতিবিলম্ব কাম্য নয়।

এ সময় উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

Leave a Reply

scroll to top