ছাত্রদের উদ্দেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে প্রজন্ম গড়ে উঠেছে তারা যদি নতুন দল করতে চায় তাদের আমরা স্বাগত জানাই। তারা যদি নতুন এজেন্ডা, নতুন স্বপ্ন, নতুন ভিশন, কর্মসূচি নিয়ে দল তৈরি করতে চান সেটা খুবই ভালো কথা।
কিন্তু সরকারের ছায়াতলে বসে নতুন দল করার চেষ্টা করা হলে আপনাদের উদ্যোগ শুরুতেই হতাশায় পর্যবসিত হবে। আপনাদের যে সম্ভাবনা তাও কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, এই সরকার চরিত্রের দিক থেকে একটি নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিশেষ কোনো দল, মতাদর্শ, গোষ্ঠীকে মদদ জোগানো এই সরকারের কাজ না। এই সরকার সব রাজনৈতিক দল, ছাত্র-তরুণ, জনগণের সব অংশকে তার আস্থার মধ্যে গ্রহণ করবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে যদি বড় প্রশ্ন ওঠে তাহলে আগামী জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকিতে থাকে।
তিনি বলেন, আমরা দেখছি বাজার এখনো নিয়ন্ত্রণে আসেনি। বাজার কারা নিয়ন্ত্রণ করে? আগে আমরা শুনতাম আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটে যারা যুক্ত তারা নাকি বাজার নিয়ন্ত্রণ করে। এখনতো কোনো সিন্ডিকেট থাকার কথা না। এই সরকারের সঙ্গে কোনো অশুভ সিন্ডিকেটের সম্পর্ক থাকার কথা না। তাহলে বাজার কেন নিয়ন্ত্রণ করতে পারছে না। আমরা এই কৈফিয়ত সরকারের কাছে জানতে চাই। ছয় মাস হয়ে গেছে এখন আমরা কোনো অজুহাত শুনতে চাই না। তাই সরকারকে বলব রোজার আগে অনতিবিলম্বে বাজারকে নিয়ন্ত্রণ করতে।
তিনি আরও বলেন, মানুষ যদি না খেয়ে থাকে, লাখ লাখ মানুষ যদি বেকার থাকে, দারিদ্রতার মধ্যে যদি মানুষ নেমে আসতে থাকে তাহলে সংস্কারের কোনো এজেন্ডা, সংস্কারের কোনো ট্যাবলেট মানুষ কিন্তু হজম করতে পারবে না। সেজন্য বলতে চাই মানুষের ধৈর্যের পরীক্ষা নেবেন না।এসময় সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।