সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াবেন না বলেও আশাবাদ ব্যক্ত করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। পাশপাশি প্রশাসনে কাঠামোগত পরিবর্তনের সুপারিশ করতে যাচ্ছে কমিশন। ক্যাডার, জেলা প্রশাসক এ ধরনের শব্দগুলো বাদ দেওয়ার সুপারিশ করবে তারা।
রোববার (১ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব কথা জানান কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, সরকারি চাকরিজীবীরা যেন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত বা রাজনৈতিক কথা না বলতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করবে সংস্কার কমিশন। আমলারা আমলাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কাক কাকের মাংস খায় না।