সয়াবিন তেল লিটারপ্রতি ৮ টাকা বাড়লো

New-Project-83.jpg
নিজস্ব প্রতিবেদক

বোতলজাত ও খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ৮ টাকা বাড়িয়েছে সরকার। আজ সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করে দাম বাড়ানোর ঘোষণা দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
এই দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ সোমবার ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে তেলের ঘাটতি নিয়ে উপদেষ্টা পরিষদ ও প্রধান উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক বাজারে ২০ ভাগ মূল্য বেড়েছে। দেশে বর্তমান মজুত সন্তোষজনক। কোনো ঘাটতি নেই।

Leave a Reply

scroll to top