সব আইনজীবীর কাছে দুঃখ প্রকাশ করছি, আমি খুব সরি: ব্যারিস্টার সুমন

New-Project-10-2.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

আদালত প্রাঙ্গনে সকল আইনজীবীদের কাছ থেকে ক্ষমা চেয়েছেন আসামি হয়ে আদালতে আসা সদ্য সাবেক সংসদের সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন)। মঙ্গলবার (২২ অক্টোবর) রিমান্ড শুনানি শেষে এ কথা বলেন তিনি।

মিরপুরে যুবদল নেতা ও বাঙালীয়ানা ভোজের বাবুর্চি হৃদয় হত্যাচেষ্টা মামলায় পাঁচ দিনের রিমান্ড পান ব্যারিস্টার সুমন। আদেশ শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন কথা বলতে চাইলে কথা বলতে রাজি হননি তিনি।

এসময় সুমন বলেন, ‘আপনার সঙ্গে আলাদা করে কিছু বলব না স্যার। আপনার মাধ্যমে সব আইনজীবীর কাছে দুঃখ প্রকাশ করছি। আমি খুব সরি স্যার।’

Leave a Reply

scroll to top