২০২৪ সালের অন্যতম আলোচিত ঘটনার একটি গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে নারীর মৃত্যু ও তার ছেলে গুরুতর আহত হওয়ার ঘটনা। এজন্য জেলেও যেতে হয়েছে অভিনেতা আল্লু অর্জুনকে। যদিও তদন্তে সহযোগিতার পাশাপাশি প্রতি থানায় হাজিরা দেওয়ার শর্তে একদিনেই জামিন পেয়েছিলেন অভিনেতা।
আইনি এই ঝামেলার মধ্যেই এবার সন্ধ্যা থিয়েটারের দুর্ঘটনায় আহত শিশুটিকে প্রথমবারের মতো দেখতে হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে গেলেন আল্লু।
ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, শ্রীতেজা নামক আহত ছেলেটিকে রোববার দেখতে যাওয়ার কথা ছিল আল্লুর। কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত পরিবর্তন করে মঙ্গলবার আল্লুকে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়।
মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে একাধিক ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে আল্লুকে হাসপাতালে প্রবেশ করতে দেখা গিয়েছে। এসময় অভিনেতার পরনে ছিল সুবজ সোয়েটার এবং জিন্স। অল্লুকে এক ঝলক দেখার জন্য হাসপাতালের বাইরেও অনুরাগীরাও ভিড় করেন। তবে অভিনেতা হাসপাতালে আসার আগে থেকেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা ছিল আরও জোরদার।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে দুর্ঘটনা ঘটে। রাত ৮টা নাগাদ অভিনেতা ছবির প্রিমিয়ারে পৌঁছতেই উপচে পড়ে ভিড়। সেখানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সি এক মহিলার। গুরুতর জখম হয় তার আট বছরের ছেলেও। ওই ঘটনার পরেই গ্রেফতার হন অভিনেতা।
এর আগেই দক্ষিণী সুপারস্টার জানিয়েছিলেন তিনি ওই বালকের স্বাস্থ্যের দিকে নজর রাখছেন। এমনকি তার পরিবারের সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন তিনি। তবে আইনি জটিলতার কারণে তা করতে নিষেধ করা হয়।