সচিবালয়ে বিক্ষোভের ঘটনায় শাহবাগ থানায় মামলা, গ্রেপ্তার ২৬ শিক্ষার্থী

New-Project-46.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

এইচএসসির ফলাফল পরিবর্তনের জন্য সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় আটক ৫৪ জনের মধ্যে ২৬ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গ্রেপ্তার ২৬ শিক্ষার্থীসহ অজ্ঞাতপরিচয়ে ৭০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। এছাড়া ১৫ নারী শিক্ষার্থীসহ ২৮ জনকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার শিক্ষার্থীদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫৪ জনকে আটক করা হয়েছিল। পরিচয় নিশ্চিত হওয়ার পর ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকিদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, পুলিশের কাজে বাধা ও ভাঙচুর অভিযোগে ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয়ে ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

এর আগে বুধবার বিকেলে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ ও ভাঙচুর করায় ৫৪ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

scroll to top