সচিবালয়ে বড় পদক্ষেপ

সচিবালয়ে বড় পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক

হঠাৎ সচিবালয়ে রদবদলে বড় পদক্ষেপ নিল অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার (১৯ ফেব্রুয়ারি) পৃথক ছয়টি প্রজ্ঞাপনে ৩৩ জন যুগ্ম সচিবকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একইদিন আরও চারটি পৃথক আদেশে বেশ কয়েকজন যুগ্ম সচিবের দপ্তর বদল করা হয়েছে।

এছাড়া দু’টি পৃথক আদেশে উপসচিব পদেও রদবদল আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ওএসডি হওয়ায় যুগ্ম সচিবরা ২০১৮ সালের অনুষ্ঠিত বিতর্কিত জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগ রয়েছে। একই অভিযোগে এর আগেও অন্তত ১২ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে বলেও জানা গেছে।

ওএসপি হওয়া কর্মকর্তারা হচ্ছেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. মতিউল ইসলাম চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. সাবিনা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষা অধিপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) ড. মো. আতাউল গনি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম সচিব আবু আলী মো. সাজ্জাদ হোসেন, মিনিস্টার স্থানীয় (যুগ্ম সচিব) এম কাজী এমদাদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ে যুগ্ম সচিব (সংযুক্ত) এস এম মোস্তাফা কামাল, কারিগরি শিক্ষা অধিদপ্তর বরিশালের আঞ্চলিক পরিচালক (যুগ্ম সচিব) মো. আবুল ফজল মীর, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সদস্য-পরিচালক (যুগ্ম সচিব) মঈনউল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কতৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) মো. ওয়াহিদুজ্জামান, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংযুক্ত) এ কে এম মামুনুর রশিদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (সংযুক্ত) এস এম আবদুল কাদের, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর সদস্য (যুগ্ম সচিব) ড. কে এম কামরুজ্জামান সেলিম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক পদে আদেশাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) কবীর মাহমুদ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্ম সচিব) মো. মাহমুদুল আলম ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (যুগ্ম সচিব) হায়াত-উদ-দৌলা খাঁন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল, পরিকল্পনা বিভাগের যুগ্ম সচিব (সংযুক্ত) মোছা. সুলতানা পারভীন, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদর হতে করিমগঞ্জ উপজেলার মরিচখালি পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সচিব (যুগ্ম সচিব) মো. শহিদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল হোসেন এবং শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক পদে বদলির আদেশাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব মো. আলী আকবর, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাজেদুর রহমান খান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ জেড এম নুরুল হক, বাংলাদেশ রাবার বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) এম এম অজিয়র রহমান, ঢাকা উত্তর সিটি কমর্পারেশনের সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব গোপাল চন্দ্র দাশ, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আবু তাহের, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) মো. মিজানুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সদস্য (যুগ্ম সচিব) মোহাম্মদ আব্দুল আহাদ, মন্ত্রপরিষদ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মিজ আনার কলি মাহবুব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সদস্য (যুগ্ম সচিব) সৈয়দা ফারহানা কাউনাইন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) মাহমুদুল কবীর মুরাদ। এই ৩৩ জনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এদিকে, আজ অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা হিসেবে বদলির আদেশাধীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. শামছুল আজমকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব শেখ সালেহ আহমেদকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মোহাম্মদ নজরুল ইসলামকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন মেইলিং অপারেটের ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সে কর্তৃপক্ষের সদস্য করা হয়েছে।
উপকূলীয় জনগোষ্ঠী, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধি (গ্রিন ক্লাইমেট ফান্ড) শীর্ষক প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মুহাম্মদ আব্দুল হাই মাহমুদকে উপকূলীয় জনগোষ্ঠী, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধি (গ্রিন ক্লাইমেট ফান্ড) শীর্ষক প্রকল্পে কাজ করার লক্ষ্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে ১৯ ফেব্রুয়ারি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ ফরহাদ হোসেকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক করা হয়েছে। এছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের (অনুদান ও অডিট অধিশাখা) উপসচিব মুহাম্মদ আরিফুল ইসলাম, একই মন্ত্রণালয়ের (সমন্বয় ও সংস্কার অধিশাখা) উপসচিব মোহাম্মদ মাহবুব আলম এবং উপসচিব (হজ-২ শাখা) মো. রফিকুল ইসলামকে তিন মাসের জন্য সহকারী মৌসুমি হজ অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। এই কর্মকর্তারা সৌদি আরবে দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

scroll to top