সচিবালয়ে আগুন: সন্ধ্যা ৬টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা

New-Project-94-2.jpg
২৪ ঘন্টা বাংলাদেশ ডেস্ক

সচিবালয়ে আগুনের ঘটনায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। প্রাথমিকভাবে ৩০ ডিসেম্বর প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত থাকলেও, অতিরিক্ত কিছু পরীক্ষার প্রয়োজন হওয়ায় সময় একদিন বাড়ানো হয়। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

স্বরাষ্ট্রসচিব বলেন, অগ্নিকাণ্ডের প্রাথমিক প্রতিবেদন সন্ধ্যা ৬টার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়া হবে। গতকাল সোমবার এই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। তবে তা একদিন পিছিয়ে আজ জমা দেয়ার কথা জানানো হয়।

নাসিমুল গনি আরও বলেন, ‘আজও কিছু তালিকা তৈরি করা, হয়েছে স্যাম্পল কালেকশন করা হয়েছে। কারও মনে যাতে কোনো সন্দেহ না থাকে, সে জন্য বিদেশে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে নমুনা।’

তবে বিদেশ থেকে প্রতিবেদন কত দিনের মধ্যে আসবে-সে ব্যাপারে কোনো ধারণা নেই বলে জানান স্বরাষ্ট্রসচিব।

Leave a Reply

scroll to top