সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগুন ছয়তলায় লাগে। সেটি ওপরের দিকেই গেছে, নিচে আসেনি। আগুনের ঘটনা তদন্তে আমরা একটি কমিটি গঠন করে দিচ্ছি। কেবিনেট সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। হাই পাওয়ারের একটি তদন্ত কমিটি করার জন্য বলে দেওয়া হয়েছে।’
কোনো নাশকতা হয়েছে কিনা? এ প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ‘তদন্ত করার আগে আমরা এটা বলতে পারব না। ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারব। তদন্ত কমিটি পাঁচ সদস্যের হতে পারে, সাতজন হতে পারে, নয়জন হতে পারে, ১১ জনও হতে পারে। এটা এই মুহূর্তে বলা যাবে না। পরে জানানো হবে।’