সচিবালয়ের আগুন ‘পরিকল্পিত’ মনে করছেন নৌবাহিনী কর্মকর্তা

New-Project-16-7.jpg
২৪ ঘণ্টা বাংলাদেশ

সচিবালয়ের ভয়াবহ অগ্নিকাণ্ড ‘পরিকল্পিত’ বলে মনে করছেন অগ্নি নির্বাপণে অংশ নেওয়া  নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার(পিও) আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ের ৭ নং ভবনে আগুন লাগার স্থান পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।

আমিনুল ইসলাম বলেন, “সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে। কারণ আগুনটা লেগেছে ছয় তলা, নয় তলার পাশাপাশি মাঝেও৷ এভাবে বিভিন্ন স্থানে শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না। এটা পরিকল্পনা মাফিক হতে পারে বলে।”

সচিবালয়ে আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে সহায়তায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় নৌ বাহিনীর একটি টিমকে। সেই টিমের একজন আমিনুল ইসলাম।

তিনি সাংবাদিকদের বলেন, “যেখানে যেখানে আগুন লেগেছে সব পুড়ে গেছে। আমরা সব এখনও আইডেন্টিফাই করতে পারিনি, তবে করবো। আমাদের নৌ বাহিনীর টিম এখানে আছে, কাজ করছে।”

কেন মনে হচ্ছে এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড? জানতে চাইলে নৌবাহিনীর সিনিয়র চিফ পেডি অফিসার আমিনুল ইসলাম বলেন, “শর্ট সার্কিটের আগুন লাগে এক জায়গা থেকে, সব জায়গায় এক সঙ্গে ছড়িয়ে পড়ে না। এই আগুন এক সঙ্গে বিভিন্ন স্থানে লেগেছে। সঙ্গত কারণে সন্দেহ হচ্ছে এটা পরিকল্পিত আগুন।”

Leave a Reply

scroll to top